Latest Bangladeshi Hot and Exclusive News. And Valuable Links.

BCS Tutorial (29th BCS sample)



 Sample Question of 29 th BCS  Exam:
1.  বাংলা বর্নমালায় স্বরবর্ন কয়টি
     ১৩ টি
     ১০ টি
     ১২ টি
     ১১ টি
2.  বাংলা সাহিত্যর আদি কবি কে
     কাহপা
     চেগুনপা
     লুইপা
     ভূসুকুপা
3.  ততসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী
     চলিত রীতি
     সাধু রীতি
     মিশ্র রীতি
     আঞ্চলিক রীতি
4.  বাংলা ভাষায় প্রথম ব্যাকরন রচনা করেন কে
     অক্ষয় দত্ত
     মার্স ম্যান
     ব্রাসি হেলহেড
     রাজা রামমোহন
5.  ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি
     সাত সাগরের মাঝি
     পাখির বাসা
     হাতেমতাই
     নৌফেল ত্ত হাতেম
6.  প্রাচিনতম বাঙ্গালি মুসলমান কে
     আলাত্তল
     সৈয়দ সুলতান
     মুহম্মদ খান
     শাহ মুহম্মদ সগীর
7.  চাচা কাহিনীর লেখক কে
     সৈয়দ শামসুল হক
     শত্তকত ত্তসমান
     সৈয়দ মুজতবা আলি
     ফররুখ আহমেদ
8.  মুসলমান নারী জাগরনের কবি কে
     ফজিলাতুন্নাছা
     ফয়জুন্নেছা
     বেগম রোকেয়া
     সামসুন্নাহার
9.  সামসুন্নাহার
     দীন চন্ডীদাস
     বডু চন্ডীদাস
     দীনহীন চন্ডীদাস
     চন্ডীদাস
10.  বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি
     প্রভু যিশুর বাণী
     কৃপার শাস্ত্রের অর্থবেদ
     ফুলমনি ত্ত করুনার বিবরন
     মিশনারি জীবন
11.  কবি আলাত্তলের জন্মস্থান কোনটি
     ফরিদপুরের সুরেশ্বর
     চট্রগ্রামের জোবরা
     বার্মার আরাকান
     চট্রগ্রামের পটিয়া
12.  অনল প্রবাহ রচনা করেন
     সৈয়দ ইসমাইল সিরাজি
     মোজাম্মেল হক
     এয়াকুব আলি চৌধুরী
     মুনিরুজ্জামান ইসলামাবাদি
13.  অগ্নিবাণী কাব্যের প্রথম কবিতা কোনটি
     ধূমকেতু
     বিদ্রোহী
     প্রলয়োল্লাস
     অগ্রপথিক
14.  বাংলা সাহিত্য কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশী
     কল্লোল
     সবুজপত্র
     বঙ্গদর্শন
     কালিকলম
15.  জনৈক শব্দটির সন্ধিবিচ্ছেদ
     জন+ইক
     জন+এক
     জনৈ+এক
     জন+ঈক
16.  বাক্যের তিনটি গুন কি কি
     আকাংখা-আসক্তি-বিধেয়
     আকাংখা-আসক্তি-যোগ্যতা
     আকাংখা-উদ্দেশ্য-বিধেয়
     কোনটিই নহে
17.  একাত্তরের চিটি কোন জাতিয় রচনা
     মুক্তিযুদ্দের বিবরন
     মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস
     মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
     ভিন্নধর্মী ডায়েরী
18.  বাংলা একাডেমি কোন বছর প্রতিস্টিত হয়
     ১৯৫৫ খ্রি.
     ১৩৫৫ বঙ্গাব্দ
     ১৯৫২ খ্রি.
     ১৩৫২ বঙ্গাব্দ
19.  সনেট কবিতার প্রবর্তক কে
     দ্বিজেন্দ্র লাল রায়
     রজনীকান্ত সেনদ
     মাইকেল মধুসুধন দত্ত
     অতুল প্রসাধ সেনদ
20.  সমাস ভাষাকে কি করে
     সংক্ষেপ করে
     বিস্তৃত করে
     অর্থপুর্ন করে
     অর্থের রুপান্তর ঘটায়
21.  I have not heard from him---
     Long since
     For a long time
     Since long
     For long
22.  Honey is -------sweet
     Very
     Too much
     Much too
     Excessive
23.  Your conduct admits-------no excuse
     to
     for
     of
     at
24.  He had a -----------headache
     Strong
     Acute
     Serious
     Bad
25.  I shall not ----------the examination this year
     Give
     Appear at
     Sit
     Go for
26.  They travelled to savar-----
     On foot
     By walking
     On their feet
     By foot
27.  He said that he --------- be unable come
     will
     shall
     should
     would
28.  Neither rini nor simi ------------qualified for the job
     Are
     is
     Were
     had
29.  He said that he ---------the previous day
     Has come
     Had come
     come
     arrived
30.  He watched the boat------down their river
     To floot
     Floating
     Was floating
     Had floated 

31.  ’Sky’ is to ‘bird’ as ‘water’ is to----
     Feather
     Fish
     Boat
     Lotus
32.  Good is bad as white is to----
     Dark
     Black
     Grey
     Ebony
33.  Botany is plants as Zoology is to -------
     Flowers
     Trees
     Dear
     Animals
34.  The bad news struck him like a bolt from the-------
     Sky
     Heavens
     Firmament
     Blue
35.  When one is Pragmatic he is being ------------
     Wasteful
     Productive
     Practical
     Fussy
36.  Into the------of death rode the six hundred
     City
     Tunnel
     Road
     Valley
37.  To be or not to be that is the -----------
     Meaning
     Question
     Answer
     Issue
38.  "I have a ----that one day this nation will live out the truee meaning of its creed that all men are created equal"
     desire
     hope
     dream
     wish
39.  Who wrote the famous novels ‘David copperfield’ and ‘The tale of two cities’?
     Thomas hardy
     Jane austen
     Geroge eliot
     Charles dickens
40.  Who wrote the plays ‘The tempest’ and ‘The mid summer night’s dream’?
     Ben jonson
     Cristoper Marlowe
     Jhon Dryden
     William Shakespeare
41.  ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্টিত হয়েছে
     ১৯১১ সালে
     ১৯২১ সালে
     ১৯৩১ সালে
     ১৯৪১ সালে
42.  বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে
     ১৪ টি
     ২৪ টি
     ৩৪ টি
     ৫০ টি
43.  বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর কে ছিলেন
     লর্ড কার্জন
     লর্ড ত্তয়েলেসলি
     লর্ড ডালহৌসি
     লর্ড মাউন্টব্যাটেন
44.  বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি
     সেন্টমার্টিন
     সাতগ্রামদ
     মুজিবনগর
     চৌদ্দগ্রাম
45.  আইএলত্ত এর সদর দপ্তর কোথায়
     লন্ডন
     জেনেভা
     নিউইয়র্ক
     দিল্লী
46.  এসকাপের সদর দপ্তর কোথায়
     ব্যাংকক
     সিঙ্গাপুর
     দিল্লী
     কলম্বো
47.  ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়
     লন্ডন
     ব্রাসেলস্
     বন
     প্যারিস
48.  বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি
     ভারত
     শ্রীলংকা
     মায়ানমার
     রাশিয়া
49.  বাংলাদেশের প্রথম রাস্ট্রপতির নাম কি
     সৈয়দ নজরুল ইসলাম
     তাজউদ্দিন আহমেদ
     শেখ মুজিবর রহমান
     ক্যাপ্টেন মনসুর আলি
50.  সুলতানি আমলে বাংলার রাজধানির নাম কি
     সোনাগাঁ
     জাহাঙ্গীরনগর
     ঢাকা
     গৌড়
51.  বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন
     শেখ মুজিবর রহমান
     জেনারেল আতাউল গণি ত্তসমানি
     তাজউদ্দিন আহমেদ
     ক্যাপ্টেন মনসুর আলি
52.  পার্বত্য চট্রগ্রামে কয়টি জেলা আছে
     ৩ টি
     ৫ টি
     ৭ টি
     ৯ টি
53.  East London কোথায় অবস্তিত
     ইংল্যান্ডে
     জার্মানিতে
     আমেরিকায়
     দক্ষিন আফ্রিকায়
54.  ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন
     লর্ড কার্জন
     লর্ড মাউন্টব্যাটেন
     লর্ড বেন্টিঙ্ক
     লর্ড ত্তয়াভেল
55.  মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল
     ৪ টি
     ৭ টি
     ১১ টি
     ১৪ টি
56.  মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রির নাম কি
     জর্জ বুশ
     হিলারি ক্লিনটন
     রবার্ট গেইট
     কন্ডালিসা রাইস
57.  ভারতের বর্তমান প্রধানমন্ত্রির নাম কি
     সোনিয়া গান্ধি
     ড. মনমোহন সিং
     মমতা ব্যানার্জি
     রাহুল গান্ধি
58.  জাতিসংঘের সদর দপতর কোথায়
     লন্ডন
     নিউইয়র্ক
     প্যারিস
     মস্কো
59.  সার্কের সচিবালয় কোথায় অবস্থিত
     দিল্লী
     ইসলামাবাদ
     কাঠমুন্ডু
     ঢাকা
60.  টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত
     পদ্না
     যমুনা
     নাফ
     কর্ণফুলি 
61.  কম্পিউটারের স্থায়ী সৃতিশক্তিকে কি বলে
     RAM
     ROM
     হার্ডত্তয়্যার
     সফটত্তয়্যার
62.  সবচেয়ে শক্তিশালি সৌর চুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে
     যুক্তরাষ্ট্র
     ভারত
     নেপাল
     জাপান
63.  ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি তৈরি হয়
     বিদুৎ
     তাপ
     চুম্বক
     কিছুই না
64.  যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তূ ভর সংখ্যা সমান না তাদেরকে কি বলে
     আইসোটোপ
     আইসোটোন
     আইসোমার
     আইসোবার
65.  চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন
     বায়ুমন্ডলীয় প্রতিসরনে
     আলোর বিচ্ছুরনে
     অপাবর্তনে
     দৃষ্টিভ্রমে
66.  লাল আলোতে নীল রংয়ের বস্তু তেমন দেখায়
     বেগুনি
     সবুজ
     হলুদ
     কালো
67.  বৈদুতিক ভাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি
     সংকর ধাতু
     সীসা
     টাংস্টেন
     তামা
68.  জারন বিক্রিয়ায় কি ঘটে
     ইলেকট্রন গ্রহন
     ইলেকট্রন আদানপ্রদান
     ইলেকট্রন বর্জন
     শুধু তাপ তৈরি হয়
69.  নিচের কোনটি ক্ষারকীয় পদার্থ
     P4O10
     Mgo
     Co
     Zno
70.  কোন ধাতু পানি অপেক্ষা হালকা
     ম্যগনেসিয়াম
     ক্যালসিয়াম
     সোডিয়াম
     পটাসিয়াম
71.  পারমানবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহার হয়
     সোডিয়াম
     পটাসিয়াম
     ম্যাগনেসিয়াম
     জিংক
72.  সুষম খাদ্যর উপাদান কয়টি
     ৪ টি
     ৫ টি
     ৬ টি
     ৮ টি
73.  কোন বিজ্ঞানি রোগ জিবানু তত্ত্ব আবিস্কার করেন
     ডারউইন
     লুইপাস্তুর
     প্র্রিস্টলি
     ল্যাভয়েসিয়ে
74.  গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?
     উষ্ণতা থেকে রক্ষার জন্য
     অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য
     আলো থেকে রক্ষার জন্য
     ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য
75.  পৃথিবির প্রথম বানিজ্যক যোগাযোগ কৃতিম উপগ্রহ কোনটি
     আলিবার্ড হল
     এস্ট্রোলার হল
     ত্তবেরি হল
     কসমস
76.  সূর্য পৃষ্টের উত্তাপ কত?
     ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
     ৮০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
     ১০০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
     ১২০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
77.  জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টিৃ হয়
     ৬ ঘন্টা ১৩ মিনিট
     ৮ ঘন্টা
     ১২ ঘন্টা
     ১৩ ঘন্টা ১৫ মিনিট
78.  কোনটি বায়ুর উপাদান নহে
     নাইট্রোজেন
     হাইড্রোজেন
     কার্বন
     ফসফরাস
79.  অ্যালিউমিনিয়াম সালফেট চলতি বাংলায় কি বলে
     চুন
     সেভিং সোপ
     ফিটকিরি
     কস্টিক সোডা
80.  কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়
     পায়খানায় প্রসাবখানায়
     গোসলখানায়
     পুকুরে
     নালায়
81.  ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
     ১৪৬
     ৯৯
     ১০৫
     ১০৭
82.  ৪০ সংখ্যাটি A হতে ১১ কম গানিতিক আকারে প্রকাশ করলে কি হয়
     A+১১=৪০
     A+৪০=১১
     A=৪০+১১
     A=৪০+১
83.  পাচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা চার অংকের বৃহত্তম সংখ্যর অন্তর কত?
    
     ১০
    
     -১
84.  ১.১,০.০১, ত্ত ০.০০১১ এর সমষ্টি কত?
     ০.০১১১১
     ১.১১১১
     ১১.১১০১
     ১.১০১১১
85.  ১.১৬ এর সাধারন ভগ্নাংশ কত?
     answer image
     answer image
     answer image
     answer image
86.  ৪ টি এক টাকার নোট ত্ত ৮ টি ২ টাকার নোট একত্রে ৮ টি পাচ টাকার নোটের কত অংশ?
     ১/৪
     ১/২
     ১/৮
     ১/১৬
87.  পরপর তিনটি সংখ্যর গুনফল ১২০ তাদের যোগফল কত?
    
     ১২
     ১৪
     ১৫
88.  Which of the following integers has the most divisors?
     88
     91
     95
     99
89.  Successive discount of 20% and 15% are equal to a single discount of –
     30%
     32%
     34%
     35%
90.  City B is 5 miles east of city A. City C is 10 miles southeast of city B. Which of the following is the closest to the distance from city A to city C.?
     11 miles
     12 miles
     13 miles
     14 miles 
91.  আবদুল্লাহ উপন্যসের রচয়িতা কে?
     মোহাম্মদ মজিবর রহমান
     কাজী ইমদাদুল হক
     শেখ ফজলুল করিম
     মমতাজ উদ্দিন আহমেদ
92.  বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যসের নাম—
     দুর্গেশনন্দিনী
     কপালকন্ডুলা
     কৃঞ্চকান্তের উইল
     রজনী
93.  দক্ষিন তালপটি কোন নদীর মোহনায় অবস্থিত
     নাফ
     তেতুলিয়া
     আড়িয়াল খা
     হাড়িয়াভাঙ্গা
94.  খাদ্য ত্ত কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত
     নিউইয়র্কে
     রোমে
     জেনেভায়
     অটোয়ায়
95.  গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়
     ফকরুদ্দিন মোবারক শাহ
     হোসেন শাহ
     শায়েস্থা খা
     ঈশা খা
96.  ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয়
     ব্যাডমিন্টন
     লং টেনিস
     টেবিল টেনিস
     ক্রিকেট
97.  পৃথিবিতে সবচেয়ে বেশী ধাতু কোনটি?
     লোহা
     পারদ
     সিলিকন
     তামা
98.  অন্ধদের জন্য লিখন রীতির উদ্ভাবন করেন
     ব্রেইল
     কপার্নিকাস
     ডেভিটবোর
     টমাস আলভা এডিসন
99.  পারমানবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহার হয়?
     পেট্রোলিয়াম
     ইউরেনিয়াম-২৩৫
     অক্সিজেন
     হাইড্রোজেন
100.  বৈদুতিক হিটার এবং ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়
     তামা
     নাইক্রোম
     স্টেনিয়াম
     প্লাটিনাম 
==================================Collected form studentrelation




Share your views...

0 Respones to "BCS Tutorial (29th BCS sample)"

Post a Comment

 

Blog Archive

Our Partners

http://e-opensources.com

© 2009-2012 Valuable Information And Links All Rights Reserved